Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দরপত্র বিজ্ঞপ্তি
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ

৮নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়

ডাকঘরঃ বালাতৈড়,উপজেলাঃ নিয়ামতপুর, জেলাঃ নওগাঁ ।

 

        স্মারক নং-বাহা/এলজিএসপি-৩/২০১৮- ২৬৮                                                                                                                                                                                                                      তারিখ-৩০/১০/২০১৮ইং

                                  নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ৮নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আওতাধীন এলজিএসপি-৩-র বরাদ্দের আলোকে নিম্ন বর্নিত কাজের জন্য ’দি পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০০৮’ মোতাবেক  ঠিকাদার/ব্যবসায়ী প্রতিষ্ঠানের  নিকট হতে সীলমোহরকৃত পৃথক পৃথক খামে দরপত্র আহবান করা যাচ্ছে।

দরপত্র আহবান বিজ্ঞপ্তি

1.

মন্ত্রণালয়/বিভাগ                  

 

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

 

2.

সংগ্রহকারী সংস্থার নাম             

 

চেয়ারম্যান, ৮নং  বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ, উপজেলা ঃ নিয়ামতপুর , জেলাঃ নওগাঁ ।.     

 

3.

দরপত্র আহবানের সূত্র                        

 

স্মারক নং- বাহা/এলজিএসপি-৩/২০১৮- ২৬৮      তারিখ-৩০/১০/২০১৮

 

4.

সংগ্রহ পদ্ধতি          

 

ঠিকাদার / ব্যবসায়ী প্রতিষ্ঠান

 

5.

তহবিলের উৎস                  

 

এলজিএসপি-৩

 

6.

দরপত্র প্রকাশের তারিখ   

 

৩১/১০/২০১৮ইং

 

7.

দরপত্র বিক্রয়ের শেষ তারিখ ও সময়

 

১৪/১১/২০১৮ ইং, অফিস চলাকালীন সময় পর্যন্ত।

 

8.

দরপত্র গ্রহনের শেষ তারিখ ও সময়                   

 

১৪/১১/২০১৮ ইং, বেলা  ১২.০০ ঘটিকা পর্যন্ত।

 

9.

দরপত্র খোলার তারিখ ও সময়                   

 

১৫/১১/২০১৮ ইং, বেলা ৩.০০ ঘটিকা

 

10.

দরপত্র বিক্রয়ের  ও গ্রহনের অফিস                   

 

ইউনিয়ন পরিষদ কার্যালয়, ৮নং  বাহাদুরপুর ইউনিয়ন,উপজেলা ঃ নিয়ামতপুর , জেলাঃ   নওগাঁ ।

 

11.

দরপত্র খোলার অফিস              

 

ইউনিয়ন পরিষদ কার্যালয়, ৮নং  বাহাদুরপুর ইউনিয়ন,উপজেলা ঃ নিয়ামতপুর , জেলাঃ   নওগাঁ ।।

 

12.

দরদাতার যোগ্যতা       ঃ         

 

 

দরপত্রে অংশগ্রহণকারী ঠিকাদার/ব্যবসায়ী প্রতিষ্ঠানের নিুে বর্ণিত যোগ্যতা থাকতে হবে ঃ

(ক) দরপত্রে অংশগ্রহণকারী ঠিকাদার/ব্যবসায়ী প্রতিষ্ঠানকে এলজিইডি/সমমান কর্তৃক লাইসেন্সধারী হতে ।

(খ) হালনাগাদ ভ্যাট-আয়কর পরিশোধ থাকতে হবে।

(গ) নির্মান ও সরবরাহ কাজে অভিজ্ঞতা থাকতে হবে ।

(ঘ) দরপত্র দলিলে উল্লেখিত অন্যান্য যোগ্যতা ।

 

13.

মালামাল সংক্রান্ত ও কাজের বিস্তারিত বর্ণনা      ঃ       

 

সংযুক্ত স্পেসিফিকেশন ও বিল অব কোয়ানটিটি মোতাবেক।

 

 

14

দরপত্র দলিলের মূল্য ও কাজের বিবরণ

t

 

 

 

কাজের বিবরণ         

দরপত্রের সিডিউলের মূল্য  

কাজ সমাপ্তির সময়সীমা

 

 

প্যাকেজ-০১

ক) ঘোষকুড়া গ্রামের কালিপদের বাড়ী হতে সাদেকের দোকান পর্যন্ত রাস্তা জ.ঈ.ঈ ঢালায় দ্বারা উন্নয়ন,আকন্দপুর টিকির মোড় হতে ইউপির পশ্চিম গেট পর্যন্ত রাস্তা ঐ.ই.ই করণ , আঘোর পাকার মোড় হতে সম্ভু মেম্বারের বাড়ী পর্যন্ত রাস্তা ঐ.ই.ই করণ, চকমনসুর গ্রামের আফতাবের বাড়ী হতে ওয়াহেদ মেম্বারের বাড়ী পর্যন্ত রাস্তা ঐ.ই.ই করণ, পালশা আজাদের বাড়ী হতে নাকইল  পর্যন্ত রাস্তা ঐ.ই.ই করণ, জারুল্যাপুর সন্তোষের বাড়ী সংলগ্ন রাস্তার পুকুর ধারে গার্ড ওয়াল নির্মান এবং মাস্তান মোড়ে ০১টি যাত্রী ছাউনি নির্মান ।

খ) গোকুলপুর হাট রাস্তায় ০১টি এবং ভালাইনঘাটি গ্রামের বিকাশ এর বাড়ী সংলগ্ন রাস্তায় ০১টি ইউড্রেন নির্মান, কাশিয়াবাড়ী রাস্তায় ০১টি ইউড্রেন নির্মান, নাকইল পূর্বপাড়া ০১টি পাইপ ড্রেন নির্মান ।

গ) গুজিশহর কমিউনিটি ক্লিনিক সংলগ্ন স্থানে ০১টি ল্যাট্রিন নির্মান, মহিশো মাদ্রাসায় ১টি ল্যাট্রিন নির্মান ।

ঘ) বালাতৈড় ফুটবল মাঠের পূর্ব পার্শ্বে বুলবুলের বাড়ী সংলগ্ন স্থানে ০১টি এবং ছাতমা ঈদগাহপাড়ায় ০১টি টিউবওয়েল স্থাপন এবং গোকুলপুর বালিকা বিদ্যালয়ে ০১টি সাবমারসিবল পাম্প স্থাপন  ।

৫০০.০০

 

 

 

৬০দিন

 

 

 

 

প্যাকেজ-০২

ক) বালাতৈড় সপ্রাবি,ভাতকুন্ডু সপ্রাবি, আঘোর সপ্রাবি,গুজিশহর সপ্রাবি,ঘোষকুড়া সপ্রাবি,গয়েসপুর সপ্রাবি,রাধানগর সপ্রাবি,বরিয়া সপ্রাবি,লতিফপুর সপ্রাবি,নাকইল সপ্রাবি,রামগাঁ সপ্রাবি, জোনাকী সপ্রাবি, সাদাপুর খড়িবাড়ী সপ্রাবি-তে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ ছাতা,বাটি সরবরাহ এবং গোকুলপুর বালিকা বিদ্যালয়ে ০১টি আলমিরা, ০১টি ফাইল কেবিনেট সরবরাহ ও গুজিশহর উচ্চ বিদ্যালয়ে ইলেকট্রিক ঘন্টা এবং ডিজিটাল হাজিরা মেশিন সরবরাহ ।

খ) ডিজিটাল সেন্টারের জন্য সাউন্ড সিস্টেম, ০১টি স্ক্রিন, ০১টি এলইডি টিভি এবং ল্যাপটপ, ডেস্কটপ ও ফটোকপিয়ার মেশিন মেরামত ।

৫০০

৩০দিন

দরপত্র আহবানকারী কর্তৃপক্ষ যে কোন বা সকল দরপত্র গ্রহন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। 

 

                               
 

 

 

 

  আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ

                      চেয়ারম্যান, ৮নং বাহাদুরপুর  ইউনিয়ন,উপজেলা ঃ নিয়ামতপুর , জেলা ঃ নওগাঁ

                                              ফোন নং ঃ ০১৮৮২-১১৬২৯১

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
30/10/2018
আর্কাইভ তারিখ
30/10/2018