Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বাহাদুরপুর ইউনিয়ন

এক নজরে বাহাদুরপুর ইউনিয়ন

 

         সুজলা-সুফলা ,শস্য-শ্যামল আমাদের বাংলাদেশ । বিচিত্ররূপের প্রাকৃতিক সৌন্দরর্যের লীলাভূমি আমাদের বাংলাদেশ। দীর্ঘ ৯ মাসের মুক্তি সংগ্রামে অর্জিত প্রাণপ্রিয়  সোনার বাংলাকে পৃখিবীর বুকে একটি আত্ননির্ভর জাতি হিসাবে দাঁড় করাতে এবং শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে স্থানীয় সরকার বিভাগের ক্ষুদ্রতম ইউনিট ইউনিয়ন পরিষদ অন্যতম হাতিয়ার হিসাবে কাজ করে যাচ্ছে ।  বর্তমানে দেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। পাহাড়পুরের বৌদ্ধবিহার ,ঐতিহাসিক কুসুম্বার মসজিদ ,আত্রাইয়ের পতিসর,সাপাহারের দিবর দিঘী সমৃদ্ধ প্রাণপ্রিয়-মনোমুদ্ধকর নওগাঁ জেলার ৯৯টি ইউ,পির মধ্যে একটি -নিয়ামতপুর উপজেলাধীন ৮ নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ। ভোরের আলোয় জেগে ওঠে একটি ইউনিয়ন। সোনালি রোদ ছড়ায় সে ইউনিয়নের বুকে। পাখি ডাকে। সবুজ পাতার আড়ালে শিস দেয় দোয়েল। দক্ষিণা বাতাসে দোলে ফসলের মাঠ। যেদিকে যাই ,পায়ের নিচে নরম সবুজ ঘাস । যেদিকে তাকাই ,সেদিকে দেখি সবুজের সমারোহ। চির সবুজ এই ইউনিয়নের নাম বাহাদুরপুর।জেলা সদর থেকে ৬৫কি:মি: দক্ষিন-পশ্চিমে এবং উপজেলা সদর থেকে  ১৫ কি:মি: দক্ষিনে পাকা রাস্তাস্থ পার হয়ে আকন্দপুর  নামক স্থানে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ অবস্থিত । এর মোট আয়তন ৫০.৫২ বর্গ কি.মি.। 

১। নামঃ ৮ নং বাহাদুরপুর  ইউনিয়ন পরিষদ।

২। স্থাপিতঃ  ১৯৬৩ সাল ।

৩।  আয়তনঃ ৫০,৫২ বর্গ কি:মি

৪।  লোক সংখ্যাঃ ৩৪,৬৭০ জন (২০১১ সালের আদম শুমারী আনুযায়ী), পুরুষঃ ১৭,৫০৭ জন, মহিলাঃ ১৭,১৬৩ জন  ।

৫।  দায়িত্বরত চেয়ারম্যানঃ জনাব মোঃ মামুনুর রশিদ ।

৬। গ্রামের সংখ্যা ৪১টি, নামঃ আকন্দপুর ,বদলপুর,বালাতৈড়,ভাতকুন্ডু,গোকুলপুর,জারুল্যাপুর,ধাউড়িয়া,ভালাইনঘাটি, আঘোর,একডালিয়া ,ইকড়াপুর, গোস্তিপাড়া, গয়েশপুর, গুজিশহর, ঘোষকুড়া, অমরসিংহপুর,কাশিয়াবাড়ী, বিলবাগডোব ,বাহাদুরপুর,কামালপুর,কাশিয়াড় ,চকগোপাল, চকসদাশিব, ছাতমা, বরিয়া, করিমপুর, চকমনসুর, জোতআমলাপুকুর, মহিশো, লতিফপুর, সাহাপুর, কোঁচড়া, জোনাকী, নাকইল, পালশা, মহিশকুড়ী, রামগাঁ, আদমপুর, চৌবাড়িয়াপাড়া, বক্তারপুর, সাদাপুর, শ্যামপুর।

৭। মৌজার সংখ্যা ৪২টি,  নামঃ আকন্দপুর ,বদলপুর,বালাতৈড়,ভাতকুন্ডু,গোকুলপুর,জারুল্যাপুর,ধাউড়িয়া,ভালাইনঘাটি, আঘোর,একডালিয়া ,ইকড়াপুর, গোস্তিপাড়া,, গয়েশপুর, গুজিশহর, ঘোষকুড়া,বিলবাগডোব,বিলচাপড়া, অমরসিংহপুর, কাসিয়াবাড়ী, বাহাদুরপুর, কামালপুর,কাশিয়াড় ,চকগোপাল, চকসদাশিব, ছাতমা, বরিয়া, করিমপুর, চকমনসুর, জোতআমলাপুকুর, মহিশো, লতিফপুর, শাহাপুর, কোঁচড়া, জোনাকী, নাকইল, পালশা, মহিশকুড়ী,রামগাঁ,আদমপুর, চৌবাড়িয়াপাড়া,বক্তারপুর,সাদাপুর,শ্যামপুর।